NASA, ESA, ISRO আর SPARSO কাজ এক না

 তোমরা যারা আন্দাজে কৃষি বিশ্ববিদ্যালয় নিয়া ট্রল করো, তোমরা জেনে সত্যিই অবাক হবা যে...

"NASA, ESA, ISRO এর কাজ স্পেসিফিক আর আমাদের SPARSO একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেটি কাজ করে ১৩টি ক্ষেত্র নিয়ে। এজন্য এর রয়েছে ১৩টি কারিগরি বিভাগ-
1. কৃষি বিভাগ
2. পানি সম্পদ বিভাগ
3. বন বিভাগ
4. ভূতত্ত্ব বিভাগ
5. মৎস্য বিভাগ
6. সমুুদ্র বিজ্ঞান বিভাগ
7. যান্ত্রিক এবং উপাত্ত প্রক্রিয়াকরণ বিভাগ
8. গ্রাউন্ড স্টেশন বিভাগ
9. আলোক চিত্র বিভাগ
10. মানচিত্রাংকন বিভাগ
11. বায়ুমন্ডল গবেষণা বিভাগ
12. এগ্রো এন্ড হাইড্রোমেটিওরোলজি বিভাগ
13. মহাকাশ পদার্থ বিজ্ঞান ও রকেট গতি বিদ্যা
আর ISRO হচ্ছে Department of Space এর অধীন একটি সংস্থা। এরকম আরো অনেক অটোনমাস বডিসহ প্রতিষ্ঠান রয়েছে ISRO এর। তছাড়া রয়েছে Space Commission. সবার কাজ শুধু স্পেস নিয়েই। আর আমাদের SPARSO ১৩টি ক্ষেত্র নিয়ে কাজ করে যার ১৩ নম্বরের বিভাগ হচ্ছে মহাকাশ পদার্থ বিজ্ঞান ও রকেট গতি বিদ্যা!
NASA, ESA, ISRO আর SPARSO কাজ এক নারে পাগলা! প্রতিষ্ঠান সমন্ধে না জেনে হুজুগি তুলনা করা কোন কাজের কাজ নয়।"
-কপিইড





Post a Comment

0 Comments