A Selfie, A Story of 220 & 284 | Shakil FE-20 | BAU(Food Engieering Session 20-21) | ‪Chamok Hasan‬ 💛

 




My Facebook Post : https://www.facebook.com/Kazishakiil/videos/241961868774072

হেলো সবাইকে..! চলো আজকে আমরা বৃত্তের বাইরের একটা গল্প শুনি! সাল ২০১৬, যখন আমি নতুন নতুন ফোন চালানো শুরু করি আর ফোন পাওয়ার পর আমার প্রথম কাজ ছিলো একটা ফেসবুক একাউন্ট খোলা 😑। সো, ফেসবুক একাউন্ট খুলতে যে যে ইনফরমেশন লাগে, সেগুলা আমার মতো করে পূরণ করতে থাকলাম। কিন্তু একটা ইনফরমেশন আমি কোনোভাবেই পূরণ করতে পারছিলাম না! আর সেটা হলো বায়ো 🙅 আমার এইটুকু লাইফে এর কি ই বা বায়ো থাকতে পারে..! এজন্য আমি ভাবলাম, আমার নিজের তো কোনো বায়ো নাই, দেখি অন্য কারোরটা কপি করা যায় নাকি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অনেকগুলোর মধ্যে একটা বায়ো ভালো লাগল আর সেটা হলো "I'm the king of my own kingdom👑" সো, এটা আমি সাথে সাথেই কপি পেস্ট করে দিলাম আমার বায়োতে! সেই সময় আমি আবার চমক হাসান ভাইয়ার অনেক বড় একটা ভক্ত ছিলাম (এখনো আছি), যার জন্য আমার প্রিয় বন্ধু 'আহমদ আব্দুল্লাহ' আমাকে প্রতি বার্থডে-তে চমক হাসান ভাইয়ার বই গিফট করত 🤝। সো, আমার একটা বার্থডেতে সে আমাকে চমক হাসান ভাইয়ার 'গণিতের রঙ্গে হাসিখুশি গণিত' নামক একটা বই গিফট করে এবং বইয়ের ভিতরে, যে ১ম পেজটা আছে না, ওইখানে লিখে দেয় "শুভ জন্মদিন শাকিল, আমাদের সম্পর্ক ২২০ এবং ২৮৪ এর মতো অটুট থাকুক আজীবন With Love, Abdullah" এখন আর ৫ জনের মতো আমার মনেও প্রশ্ন জাগল, আরেহ এই ২২০ আর ২৮৪ এর মধ্যে সম্পর্কটা কি? তখন আমি বইটা পড়া শুরু করলাম। বইটার প্রথম অধ্যায়ের নাম "আল মুকাবালা", ওইখানে বীজগণিতের জনক মুসা আল খোয়ারিজমির পরে তার গুরু ম-হা-ন পিথাগোরাসকে স্মরণ করেন। তিনি নাকি ছিলেন অদ্ভুত কিসিমের মানুষ! পিথাগোরাস চিন্তা করতেন, পৃথিবীর সবকিছুই আসলে সংখ্যা দ্বারা তৈরি। তিনি বলতেন, এক হচ্ছে ঈশ্বর সংখ্যা, দুই হচ্ছে প্রথম নারী সংখ্যা, তিন হচ্ছে প্রথম পুরুষ সংখ্যা, এবং দুই আর তিন যোগ করলে পাঁচ হয় — পাঁচ হচ্ছে বিবাহ সংখ্যা! সবকিছুই তিনি কেমন সংখ্যা সংখ্যা চিন্তা করতেন। তো, একবার তার এক ছাত্র এসে তাকে জিজ্ঞেস করল - আচ্ছা গুরু, বন্ধুত্ব কি জিনিস? গুরু তো সবকিছু চিন্তা করেন সংখ্যা নিয়ে, সুতরাং তিনি বললেন — 'আহ, বন্ধুত্ব! ওরে পাগলা, এটা আমি বুঝি। আসলে ২২০ আর ২৮৪ এর মধ্যে যে সম্পর্ক, তাকেই বলে বন্ধুত্ব।' শুনে তো ছাত্রের মাথা খারাপ! 'গুরু, এটা আবার কি বললেন? একটু ব্যাখ্যা করেন না!' 'দাঁড়া! বোঝাচ্ছি! এদিকে আয় — খেয়াল করে দ্যাখ...' ২২০ এর প্রকৃত উৎপাদক গুলো হচ্ছে — ১, ২, ৪, ৫, ১০, ১১, ২০, ২২, ৪৪, ৫৫, ১১০ আর ২৮৪ এর প্রকৃত উৎপাদক হচ্ছে — ১, ২, ৪, ৭১, ১৪২ এখন তোর মনে প্রশ্ন জাগতে পারে, এর মধ্যে বন্ধুত্ব কোত্থেকে আইলো, তাই না? দ্যাখ — এই ২২০ এর সমস্ত প্রকৃত উৎপাদক তুই যদি যোগ করিস, তাহলে পাবি ২৮৪। আর ২৮৪ এর সমস্ত প্রকৃত উৎপাদক যদি তুই যোগ করিস, তাহলে পাবি ২২০। অর্থাৎ, ১+২+৪+৫+১০+১১+২০+২২+৪৪+৫৫+১১০ = ২৮৪ এবং ১+২+৪+৭১+১৪২ = ২২০ এরা দুজন দুজনার জন্য, একজনের ভেতর অন্যজনের বসবাস। আর এজন্যই এরা আসল বন্ধু। এবং সত্যি, এখন পর্যন্ত ২২০ এবং ২৮৪ কে বন্ধু সংখ্যা বা Amicable Numbers বলা হয়। বন্ধু দিবসে বন্ধুকে মেসেজ পাঠানো যেতে পারে — 'আমাদের বন্ধুত্ব ২২০ এবং ২৮৪ এর মতো হোক!' (পরবর্তীতে এরকম আরও বন্ধু সংখ্যা পাওয়া গেছে, যেমন : ১১৮৪ আর ১২১০; ২৬২০ আর ২৯২৪ ইত্যাদি।) ঠিক এইটা পড়ার পর আমি বুঝতে পারি, ২২০ আর ২৮৪ সংখ্যার মধ্যে আসলে সম্পর্কটা কি..! এর কেন আব্দুল্লাহ ওই কথাটা লিখেছে..! তারপর আমি আমার বায়োটা কমপ্লিট করি। যেহেতু ফেসবুকে আমাদের কানেক্টেড হওয়ার নাম Friends, সো তারপর থেকে আমি আমার বায়োতে "i hope our friendship remain as unbreakable as 220 & 284" এই লাইনটা ব্যবহার করি। যদিও এটা দ্বারা বায়ো বুঝায় না 😑। যদিও আরেকটা সেন্টেন্স ব্যবহার করার কথা মাথায় আসছিলো — "i hope our relationship remain as unbreakable as 220 & 284" কিন্তু তখন 'relationship' বুঝতাম না। যাই হোক, অনেক প্যাঁচাল পারলাম — আজকে কোনো বন্ধু দিবস ও না, কোনো জন্মদিন ও না। তবুও আমি আশা করি, আমাদের বন্ধুত্ব ২২০ এবং ২৮৪ এর মতো শক্তিশালী থাকবে 🤝💪💥 আশা করি, এই আশা করাটা দোষের কিছু না। আর বন্ধু দিবসে বা জন্মদিনে এই আশা করা লাগবে — এমন কোনো কথা নাই। সবার জীবন পাইয়ের মতো সুন্দর হোক, এই শুভকামনা..! ✍️ Me Inspired:  @ChamokHasanSongs   @ChamokHasan  💝 Video: ২৫ জুলাই, ২০২৩ — আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর ছিলো। সো নিজে থেকেই প্ল্যান করি সবার সাথে একটা ছবি তুলে টাইমলাইনে রেখে দেই স্মৃতি হিসাবে 💝 B.Sc in Food Engineering Session 2020-21 Bangladesh Agricultural University, Mymensingh

Post a Comment

0 Comments